![]() |
আজ শনিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় (মদনপুর-জয়দেবপুর) ঢাকা বাইপাস
সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব
কথা বলেন।
‘বিএনপি
আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে নালিশ দিচ্ছে’ এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন না। আন্দোলন করতে চাইলে করুক কিন্তু জনগণের সমর্থন পেতে হবে।’ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। যথা সময়ে নিবার্চন অনুষ্ঠিত হবে। কারও জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।’
সড়ক মেরামতের
কাজের বিষয়ে মন্ত্রী বলেন, ‘৬২ কোটি টাকা ব্যয়ে আড়াই হাজার
ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়ক সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই এ সংস্কার কাজ শেষ হবে।’ এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন
কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 facebook: