![]() |
গতকাল বুধবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসব কথা বলেন।
শামীম বলেন, ‘জাতির পিতার বঙ্গবন্ধু সাধারণ কোনো নাম বা উপাধি নয়। তিনি একটি ইতিহাস, একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন জাতিসত্ত্বা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে উন্নয়ন, গণতন্ত্র ও স্বার্বভৌমত্বের প্রতীক।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের স্বাধীনতা রক্ষা পায়। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। পদ্মা সেতু হয়, পায়রা বন্দর হয়, হাতিরঝিল হয়। আর সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়। অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে দেশের সম্পদ লুটপাট হয়ে বিদেশে পাচার হয়, এমনকি এতিমদের টাকাও চুরি হয়। বিরোধী দলে থাকলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে।’
এসময় তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তার মায়ের নামের প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান বেগম আশ্রাফুন্নেচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে এবং তরুণ সমাজ সেবক ইসরানুল হক সুখনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- জেলা আ. লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, আ. লীগ নেতা আবুল হাসেম দেওয়ান, জহির সিকদার, যুবলীগ নেতা স্বপন সিকদার প্রমুখ।
0 facebook: