29 March 2018

চা বিক্রি করেই কোটিপতি!


আন্তর্জাতিক ডেস্কঃ চা বিক্রি করে জীবিকা নির্বাহ করা বেশ কঠিনকিন্তু এই চা বিক্রি করে কোটিপতি বনে যাওয়ার কথা শুনলে বিশ্বাস করা বেশ কষ্টসাধ্যইএমনই আশ্চর্যের ঘটনা ঘটেছে ভারতেএকজন মার্কিন নারী ভারতীয় চা বিক্রি করে হয়ে গেছেন কোটিপতি

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই মার্কিন নারীর নাম ব্রুক এডিতিনি কলোরাডোর নাগরিক

ব্রুক ২০০২ সালে ভারতে ঘুরতে এসেছিলেনসে সময় চাও পান করেছিলেন তিনিসেই চা এতটাই ভালো লেগেছিল যে নিজ দেশে ফেরার পর এমন চা খুঁজেছিলেন বিভিন্ন ক্যাফেতেভেবেছিলেন নিজ দেশেও এরকম চা পাবেনকিন্তু কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পাননি তিনিতাই নিজেই উদ্যোগ নেন চা বানানোর

২০০৬ সালে ভক্তি চানামে চায়ের স্টল খুলেছিলেন মার্কিন এই নারী২০০৭ সাল থেকে বেচাকেনা বাড়াতে তিনি একটি ওয়েবসাইটও তৈরি করেনব্যবসার সফলতা বাড়াতে চাকরি ছেড়ে ব্যবসায় পূর্ণ মনোযোগ দেন তিনি২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলারে

আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের চায়ের আলাদা বিশেষত্ব রয়েছেব্রুক তার চায়ের মধ্যে আদা ও বিভিন্ন মসলা ব্যবহার করেনযাত্রা শুরু করার কিছু সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তার চা

এরমধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গিয়েছেন ব্রুকএখান রঙিন জীবন, খাওয়া দাওয়ার বৈচিত্র্য তাকে বারবার ভারতে টেনে আনে বলেও জানান এই মার্কিন নারী


দুই সন্তানের জননী ব্রুক ইতোমধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছেনসফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি আমাদের সময়


শেয়ার করুন

0 facebook: