29 March 2018

ভেনিজুয়েলায় হাজতে আগুন, নিহত ৬৮


আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের একটি পুলিশ স্টেশনে দাঙ্গা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষআজ বৃহস্পতিবার শহরের কারাবোবো রাজ্যে এ আগুন লাগার ঘটনা ঘটে

বিবিসির খবরে বলা হয়, একজন হাজতি তার তোশকে আগুন লাগিয়ে দেওয়ার পরই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশটির চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব বলেন, অবিলম্বে এ ঘটনার তদন্ত শুরু হবে

এদিকে এ ঘটনার পরপরই হাজতিদের স্বজনরা সেখানে জড়ো হতে থাকেএক পর্যায়ে তারা হাজতখানা ভেঙ্গে ফেলার চেষ্টা করেওই সময় তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে


জেসাস সানতাডার নামের এক রাজ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেনপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় হাজতিদের স্বজনরা জানিয়েছে, বন্দিদের অনেকে ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছে


শেয়ার করুন

0 facebook: