01 April 2018

গাজায় বিক্ষোভের প্রথম দিনেই নিহত ১৬ ফিলিস্তিনি


আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৬ নিহত এবং অন্তত ১৪০০ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৩০ মার্চ) শুরু হওয়া ভূমি দিবসউপলক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ডাকা ছয় সপ্তাহব্যাপী গণবিক্ষোভে প্রায় দশ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী যোগ দেয়এসময় তাদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি বাহিনী গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে হতাহতের ঘটনা ঘটে

বলা হচ্ছে, নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরও রয়েছে। ইসরায়েলি বাহিনীর তরফ থেকে দাবি করা হচ্ছে, ছয়টি স্থানে দাঙ্গা সৃষ্টির করার চেষ্টা হলে তা প্রতিহত করতে মূল প্ররোচকদের লক্ষ্য করে গুলি করা হয়


গ্রেট মার্চ অব রিটার্নশীর্ষক এই বিক্ষোভে চালিয়ে যেতে ফিলিস্তিনিরা সীমান্তে অন্তত পাঁচটি তাঁবু গেড়েছেবলা হচ্ছে, এই বিক্ষোভ চলবে ১৫ মে পর্যন্তআন্দোলনকারীরা ইসরায়েলের দখলকৃত তাদের আবাসসহ ভূমি ফিরে পাওয়ার জোর দাবি তুলেছেন


শেয়ার করুন

0 facebook: