03 April 2018

সাড়ে চার হাজার ফিট লম্বা আইসক্রিম!


আন্তর্জাতিক ডেস্কঃ গরমে একটু জিরিয়ে নেয়ার পর যদি মুখের সামনে কেউ একটা আইসক্রিম ধরেন, তার চেয়ে তৃপ্তির আর কী-ই হতে পারে! শরীর-মন সবই ঠাণ্ডা করে দেয় এই ডেজার্টটি

অনেকে অনেক ধরনের আইসক্রিম খেয়ে থাকেনভ্যানিলা, স্ট্রবেরি, চকোলেট, বাটার-স্কচ, বানানা, ম্যাঙ্গোর মতো কতই না ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় পার্লারগুলোতেএসবের আকারও নানারকম হয় কিন্তু কখনও শুনেছেন একটি আইসক্রিম ১ হাজার ৩৮৬ মিটার লম্বা? হ্যাঁ, বিশ্বাস না হলে দৈর্ঘ্যটা আরেকবার পড়ুনএ মাপের আইসক্রিম না দেখে থাকাটাই স্বাভাবিককারণ এত বড় আইসক্রিম আগে তৈরি হয়নিএমন অবিশ্বাস্য দীর্ঘ আইসক্রিম তাই নাম তুলল গিনেস বুকে

রেকর্ড মাপের এ আইসক্রিমটি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রমার্কিন মুলুকে টেক্সাস উৎসব উপলক্ষে বানানো হয়েছে এই বিশেষ মাপের ডেজার্টহাজার হাজার ভলানটিয়ার একসঙ্গে কাজ করে তৈরি করেছেন ১৩৮৬ দশমিক ৬২ মিটার লম্বা আইসক্রিম এই আইসক্রিমে রয়েছে ৫০০ গ্যালন ভ্যানিলা আইসক্রিম এবং ক্যান্ডি ক্রাঞ্চ চকোলেটআইসক্রিমটিকে আরও সুস্বাদু করতে যোগ করা হয়েছে ৩০০ গ্যালন চকোলেট এবং স্ট্রবেরি সিরাপএছাড়া উপকরণ হিসেবে দেয়া হয়েছে দুই হাজার ক্যান হুইপ্ট ক্রিম, ২৫ পাউন্ড স্প্রিংকলস ও ২০ হাজার চেরি ফল


দীর্ঘ আইসক্রিমটির মধ্যে সব উপকরণ সমানভাবে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে টেক্সাস উৎসবে উপস্থিত ছিলেন খোদ গিনেস বুক অব রেকর্ডসের বিচারক ক্রিস্টিনা কোনলোন সব দেখেই বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট তুলে দিলেন আইসক্রিম প্রস্তুতকারীদের হাতেকঠোর পরিশ্রমের পর এমন মর্যাদা পাওয়ায় উচ্ছ্বসিত প্রত্যেকেইবিশ্ব রেকর্ড গড়ার পর কী হলো জানেন? ৩০ মিনিটের মধ্যে উৎসবে উপস্থিত প্রায় ৪ হাজার মানুষ সেই আইসক্রিম চেটে-পুটে সাফ করে দিলেন


শেয়ার করুন

0 facebook: