06 April 2018

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে সরকারঃ মির্জা ফখরুল


স্বদেশবার্তা ডেস্কঃ সরকার বিএনপিতে বিভক্তির জন্য অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে দেশের সংকট উত্তরণে শুধু ফেইসবুক নয় রাস্তায় সোচ্চার হতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব যুব সমাজের প্রতি এই আহবান জানিয়ে বলেন, দেশে এখন দুঃসময়তরুনদের, যুবকদের বলছি- শুধু ফেইস বুক দেখলে চলবে নাশুধু সোশ্যাল মিডিয়াতে দুই-একটা কথা বললেই চলবে নারাষ্ট্রকে রক্ষা করতে হলে, দেশকে রক্ষা করতে হলে, রাজনীতিকে রক্ষা করতে হলে রাস্তায় সোচ্চার হতে হবে, প্রতিবাদে সোচ্চার হতে হবেআমাদের উঠে দাঁড়াতে হবেনিজের অধিকারটাকে আদায় করে নিতে হবে

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে ২০ দলীয় জোট জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়জাগপার সভাপতি অধ্যাপক রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় খেলাফম মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মাস্টার এম এ মান্নান, আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন

বিএনপিতে বিভক্তির জন্য সরকার অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কত নাটক সাজায়দেখেন ওরা (সরকার) মনে দিক থেকে কত দুর্বল, কত দেউলিয়া যে, দল ভাঙার চেষ্টাএরা মিথ্যা লেখে সমস্ত সোশ্যাল মিডিয়াতেএই মিথ্যা কথা বলে দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়কিন্তু ইতিহাস বলে এসব মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যায় না, সম্ভব নয়
সুন্দরবনের কাছে ১৯০টি শিল্প স্থাপনে সরকারি অনুমতি প্রদানে উদ্বিগ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, সুন্দরবন এমন একটি প্রাকৃতিক সুরক্ষা যা বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করেএই সরকার ক্ষমতায় আসার পরে এই সুন্দরবনকে ধ্বংস করে ফেলার প্রক্রিয়া হিসেবে ইতিমধ্যে ১৯০টি ইন্ডাষ্ট্রিয়াল ইউনিটের লাইসেন্স দিয়েছেসেটা সুন্দরবনকে একেবারে ধ্বংস করে ফেলবেকারণ পরিবেশ বিজ্ঞানীরা পরিষ্কার করেই বলেন যে, এই ধরনের ফরেস্টের কাছে যদি কোনো শিল্প তৈরি হয়, সেখান থেকে যে বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে তাতে এই বন ধবংস হয়ে যাচ্ছে ও যাবেআমরা উদ্বিগ্ন সুন্দরবন নিয়েরামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বহু হৈচৈ হয়েছেবিদেশ করেছে, ইউনেস্কো বন্ধ করেছেকিন্তু সরকার কানেই নিচ্ছে নাকারণ তার (সরকার) কাছে এদেশের কোনো মূল্য নেইতাদের একটাই ইচ্ছা ক্ষমতায় টিকে থাকা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের শর্ত সরকারের কাছে মানুষদের দিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটপ্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে ফ্রান্স থেকে সেটা তৈরি করা হয়েছেউৎক্ষেপ করা হবেসেটার শর্ত একদম কাছের মানুষদের দিয়ে দেয়া হয়েছেযা কিছু করবেন তাদেরকে পয়সা দিয়ে করতে হবেভালো করে একটু খোঁজ-খবর নেন সাংবাদিক ভাইরাএই কথা বাজারে চলে এসেছে

সমস্ত ব্যাংকগুলো তাদের (ক্ষমতাসীন) নিজেদের লোকজনদের দিয়ে দেয়া হয়েছেবড় বড় কনট্রাক্টস সব তাদেরকে দিয়ে দেয়া হচ্ছেপদ্মাসেতু ৮ হাজার কোটি টাকা থেকে ৩০ হাজার কোটি টাকায় এসে দাঁড়িয়েছেসড়ক-মহাসড়কের অবস্থা কী আপনারা জানেন
সরকারের ভ্রান্ত নীতির কারণে রোহিঙ্গা সমস্যার কোনো অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জন্য অশনি সংকেতসরকারের ভ্রান্ত নীতির কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান হচ্ছে নাপত্রিকায় এসেছে- প্রধানমন্ত্রী নিজেই বলছেন, কোনো অগ্রগতি নেইএকটা লোককেও ফেরত নেয়নি মিয়ানমারএই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির সাফল্যএই হচ্ছে আমাদের যোগ্য পররাষ্ট্র মন্ত্রীর সাফল্য, এই হচ্ছে আমাদের যোগ্য প্রধানমন্ত্রীর সাফল্য


জার্মানির একট গবেষণা সংস্থা কর্তৃক সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে স্বৈরাচারি সরকারঅভিহিত করার প্রসঙ্গটি টেনে সরকারের স্বরূপ উন্মেচিত হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল


শেয়ার করুন

0 facebook: