07 April 2018

সড়ক দুর্ঘটনায় হকি খেলোয়াড়সহ নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় বাস ও লরির সংঘর্ষে হকি খেলোয়াড়সহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে একটি প্লে-অফ ম্যাচ খেলতে যাচ্ছিল কানাডার একটি জুনিয়র আইস হকি দলশুক্রবার বিকাল ৫ টায় সাসকাটচেয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটেখবর বিবিসি

বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেনএর মধ্যে মধ্যে চালকসহ ১৪ জন নিহত হয়েছেনআহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছেকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কর্মকর্তা টেড মুনরো বলেছেন, আমাদের উদ্ধার অভিযান চলছেএর জন্য নিপাউইন এপোস্টেলিক চার্চে তথ্য ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে


এদিকে দুর্ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো


শেয়ার করুন

0 facebook: