08 April 2018

ঘৌটায় সরকারি বাহিনীর হামলায় নিহত ৭০


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্ব ঘৌটায় বিদ্রোহী অধ্যুষিত দৌমা শহরে বিষাক্ত গ্যাস আক্রমণের ফলে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মী ও চিকিৎসকরা স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেট একটি বেসমেন্টে মরদেহের ছবিসহ একটি টুইট করে বলেছে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।-খবর বিবিসি অনলাইন

তবে এই তথ্য অন্য কোনো উৎস থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি সিরিয়া সরকার রাসায়নিক হামলার এ অভিযোগকে অতিরঞ্জন বলে দাবি করেছে এর আগে করা এক টুইটে হোয়াইট হেলমেট দাবি করেছিল যে, মৃতের সংখ্যা বেড়ে এখন ১৫০পরে ওই টুইটটি মুছে ফেলা হয়

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে খুবই পীড়াদায়ক তথ্য পাচ্ছেতারা আরও বলেছে, রাসায়নিক হামলা হয়ে থাকলে সিরিয়ার মিত্র হিসেবে যুদ্ধ করা রাশিয়া দায়ী থাকবে তারা আরও জানিয়েছে, নিজেদের লোকদের ওপর রাসায়নিক অস্ত্র দিয়ে আক্রমণ করার ইতিহাস রয়েছে সিরিয়ারঅগণিত সিরিয়ানদের ওপর রাসায়নিক হামলা করার দায় নিতে হবে রাশিয়াকে

সরকারবিরোধী ঘৌটা মিডিয়া সেন্টার টুইট করেছে যে, এক হাজারের বেশি মানুষ এই রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলছে, একটি পিপের মধ্যে করে হেলিকপ্টার থেকে একটি বোমা ফেলা হয় সেখানেওই পিপেতে বিষাক্ত রাসায়নিক সারিন ছিল বলে বলা হচ্ছে


পূর্ব ঘৌটার একমাত্র বিদ্রোহী অধ্যুষিত শহর দৌমা বর্তমানে সরকারি বাহিনী অবরোধ করে রেখেছে


শেয়ার করুন

0 facebook: