স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের
ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত হলেন- বাসচালক বাবু মল্লিক, বাসচালকের সহকারী বলরাম দাস, আবদুল আজিজ সোহেল ও মকবুল
হোসেন। সোমবার ঢাকার মুখ্য
বিচারিক হাকিম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড
আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক মো. জাকারিয়া।
পুলিশ জানিয়েছে,
রোববার রাত ৯টার
দিকে কাজ শেষে শ্রীরামপুর গ্র্যাফিক্স পোশাক কারখানার গেট থেকে ওই নারী শ্রমিক
মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘যাত্রীসেবা’ নামে একটি লোকাল বাসে ওঠেন। বাসটি ঢাকার
দিকে না গিয়ে প্রথমে কালামপুর বিসিক শিল্পনগরীর কাছে এবং পরে স্থান পরিবর্তন করে
ধামরাইয়ের বান্দিমারা বাংলাদেশ বেতারের (ক) সম্প্রচার কেন্দ্রের পাশে নির্জন
স্থানে যায়। এর পর রাতভর পালাক্রমে ওই
তরুণীকে ধর্ষণ করে বাসচালকসহ পাঁচজন।
0 facebook: