স্বদেশবার্তা ডেস্কঃ যুক্তরাজ্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলোতে
হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক
প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত
‘ডিক্যাব টক’
অনুষ্ঠানে তিনি
এ কথা জানান।
তিনি বলেন, কমনওয়েলথ পার্টনার হিসেবে
আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর আলোচনা এবং
শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহ অব্যাহত রাখব। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।
0 facebook: