10 April 2018

ট্রাক উল্টে নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা জেলায় একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেআহত হয়েছে আরও ১৫ জনস্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাই-ব্যাঙ্গালুরু মহাসড়কে একটি ট্রাকটি পুনে শহরের একটি নির্মানাধীন ভবনের দিকে যাচ্ছিলোসেটি পেছনে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক বহন করছিলপথে সেটি রাস্তার পাশের ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খায়এতে ট্রাকটি উল্টে যায়।  


পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাকটিতে নির্মাণকাজে ব্যবহারিত ধারালো ও ভারি যন্ত্রপাতি নিয়ে যাচ্ছিলোদুর্ঘটনার সময় ওই যন্ত্রগুলো শ্রমিকদের ওপরে পড়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়েই আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক


শেয়ার করুন

0 facebook: