10 April 2018

উত্তাল ঢাবি, মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে


স্বদেশবার্তা ডেস্কঃ ‘আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চাবলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়ায় বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা এবার তারা উল্টো কৃষিমন্ত্রীকে 'রাজাকার' আখ্যা দিয়ে স্লোগান দিচ্ছে

আজ মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় অান্দোলনকারীরা মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে মিছিল করছে

এর আগে, কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা আন্দোলনের নেতৃত্ব দেয়া কমিটি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে তিনি বলেন, আন্দোলন আগের মতোই চলবেদাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সড়ক অবরোধ এবং সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে

সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেটের আগে কোটা সংস্কার নয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্য এবং আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চাবলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহার না করায় আন্দোলন অব্যাহত থাকবে


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বৈঠকে সরকারের প্রতিনিধি দলের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আটক আন্দোলনকারীদের এখনো ছেড়ে দেয়া হয়নিএছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও রাখা হয়নি


শেয়ার করুন

0 facebook: