আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার
ইসরায়েলি বাহিনীর হামলায় গত ১৮ বছর ধরে প্রতি তিন দিনে একজন ফিলিস্তিনি শিশু নিহত
হচ্ছে। জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা
ডিফেন্স ফর চিলড্রেনের নতুন জরিপে উঠে এসেছে ইসরায়েলি বাহিনীর এই নির্মম
হত্যাযজ্ঞের ভয়াবহতা।
সংস্থাটির বরাত
দিয়ে গতকাল শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানায়, ফিলিস্তিনি জাতিমুক্ত আন্দোলন ইন্তিফাদার দ্বিতীয় পর্ব শুরু
হয় ২০০০ সালের সেপ্টেম্বরে। এ আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি
দখলদার বাহিনী।
প্রতিবেদনে বলা
হয়, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের সর্বশেষ
রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় ইন্তিফাদা শুরুর পর
থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েল বাহিনী। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক কারাগারে ৩৫০ জন ফিলিস্তিনি
শিশু আটক রয়েছে।
গত ৫ এপ্রিল
আন্তর্জাতিক শিশু দিবসে এই পরিসংখ্যা প্রকাশ করে সংস্থাটি। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের ফিলিস্তিনি পরিচালক আয়েদ কুটিশ আনাদোলু
এজেন্সিকে জানান, 'প্রতিবছর ইসরায়েলি বাহিনীর
হাতে গ্রেপ্তারের পর কারাবন্দি হচ্ছে প্রায় ৭০০ ফিলিস্তিনি শিশু। আমরা অভিযোগ পেয়েছি, বন্দী থাকা অবস্থায় শিশুদের খুব নির্মম অত্যাচার করা হয়। এমনকি তাদের উপহাসমূলক আদালতে
উপস্থাপন করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: