আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লীর বিভিন্ন অংশে মঙ্গলবার প্রচুর বৃষ্টি হয়েছে। এতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাজধানী। তবে প্রবল বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে কয়েক ডিগ্রি। খবর সিনহুয়া’র।
এদিকে ঝড় বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে গেছে, বিদুৎ লাইন বিচ্ছিন্ন এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা বলেন, ‘সকাল থেকে রাজধানীতে ভারী বর্ষণ ও তার সাথে বজ্রপাত শুরু হয়। বর্ষণের সাথে বজ্রঝড়ের কারণে গাছ-পালা উপড়ে যায় এবং জলাবদ্ধতা তৈরী হয়।’ দিল্লি পুলিশ এক টুইটার বার্তায় জলাবদ্ধ এলাকা এড়িয়ে যাবার জন্য রাজধানীর বাসিন্দাদের অনুরোধ করেছেন।
গত ২৮ জুন থেকে মৌসুমী বায়ুপ্রবাহ শুরু হলে রাজধানী দিল্লিতে বর্ষণ শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: