12 April 2018

নতুন সচিব হলেন ৪ জন


স্বদেশবার্তা ডেস্কঃ প্রশাসনে চারজন সচিবের দপ্তর বদল এবং চার অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকারএছাড়া ঢাকার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছেগতকাল বুধবার পৃথক প্রজ্ঞাপনর জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু মো. রাহমাতুল্লা মুনিম পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ববেসমরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব পদে বদলী করা হয়

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বসমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বদলি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকারপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদার ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নিয়োগ পেয়েছেনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ দিয়েছে সরকারঅন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজমকে ঢাকা বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে

১২ অতিরিক্ত সচিবের দপ্তর বদল

তথ্য কমিশনের অতিরিক্ত সচিব পরিতোষ চন্দ্র দাসকে তথ্য মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছেজননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এ এস এম ইমদাদুল দস্তগীরকে ওএসডি এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব এ কে এম মনোয়ার হোসেন আকন্দকে বিদ্যুৎ বিভাগে দেয়া হয়েছেপরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আহমেদকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিমকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বস্ত্র পরিদপ্তরের পরিচালক মোহাম্ম ইসমাইলকে বস্ত্র পরিদপ্তরের মহাপরিচালকতথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিবুল হোসেনকে তথ্য কমিশনের সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. শামসুল আলমকে ওএসডি করা হয়এছাড়া ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভাইরনমেন্টে প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান খানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব ফাতিমা ইয়াসমিনকে ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে সংযুক্তি দেওয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: