আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সবচেয়ে ধনী অর্থাৎ
পয়সাওয়ালা রাজনৈতিক দল হলো ক্ষমতাসীন বিজেপি। এর পরেই রয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের
অবস্থান। ২০১৬-১৭ অর্থবছরে
দলটি মোট আয় করেছে ১ হাজার ৩৭ কোটি ২৭ লাখ রুপি। ভারতের
জাতীয় কংগ্রেসের মোট আয়ের পরিমাণ ২২৫ কোটি ৩৬ লাখ রুপি। চলতি অর্থবছরে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের
দাখিল করা আয়কর রিটার্ন থেকে এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।
দিল্লির অ্যাসোসিয়েশন ফর
ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা আয়কর
রিটার্নের ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে সাতটি জাতীয় রাজনৈতিক দলের নাম
উল্লেখ করা হয়েছে।
দলগুলো হল- বিজেপি, কংগ্রেস, বহুজন
সমাজবাদী পার্টি (বসপা), ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি), সিপিএম, সিপিআই
ও তৃণমূল কংগ্রেস। ২০১৬-১৭ অর্থবছরে সাতটি
রাজনৈতিক দলের মোট আয়ের হিসাব দাঁড়িয়েছে এক হাজার ৫৫৯ কোটি ১৭ লাখ রুপি। এর মধ্যে বিজেপির আয় সব
রাজনৈতিক দলের ঘোষিত আয়ের ৬৬.৩৪ শতাংশ।
কংগ্রেসের আয় সাতটি রাজনৈতিক
দলের আয়ের ১৪.৪৫ শতাংশ। চলতি
অর্থবছরে আয়ের নিরিখে সবার পেছনে রয়েছে সিপিআই। তাদের আয় মাত্র ২ কোটি ৮০ হাজার রুপি, যা
সাতটি রাজনৈতিক দলের মোট আয়ের মাত্র ০.১৩ শতাংশ।
২০১৫-১৬ থেকে ২০১৬-১৭ অর্থবছরে
বিজেপির আয় বেড়েছে ৮১.১৮ শতাংশ। বিজেপির
৫৭০ কোটি ৮৬ লাখ রুপি থেকে বেড়ে হয়েছে এক হাজার ৩৪ কোটি ২৭ লাখ রুপি। পাশাপাশি ওই সময়ে কংগ্রেসের আয়
কমেছে ১৪ শতাংশ।
তাদের ২৬১ কোটি ৫৬ লাখ রুপি
থেকে আয় কমে হয়েছে ২২৫ কোটি ৩৬ লাখ রুপি।
চলতি অর্থবছরে সবচেয়ে বেশি ব্যয়
করেছে বিজেপি। তাদের ব্যয়
প্রায় ৭১০ কোটি রুপি। কংগ্রেস খরচ
করেছে ৩২১ কোটি ৬৬ লাখ রুপি, যা তাদের আয়ের থেকে বেশি। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বসপা) ২০১৬-১৭
অর্থবছরে মোট আয় করেছে ১৭৩ কোটি ৫৮ লাখ রুপি। তারা ব্যয় করেছে ৫১ কোটি ৮৩ লাখ রুপি। ২০১৫-১৬ অর্থবছরে বসপার আয় ছিল ৪৭
কোটি ৩৮ লাখ রুপি, যা এবারের অর্থবছরে অনেকটাই বেড়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: