তথ্য প্রযুক্তি ডেস্কঃ ভারতের বেশির
ভাগ মোবাইল গ্রাহক রিলায়েন্স জিও'র দেয়া একের পর এক চমৎকার
অফারে মেতে রয়েছে। এবার জিও-কে ধাক্কা দিতে ধামাকা অফার দিয়েছে এয়ারটেল। ‘মেরা প্যাহেলা স্মার্টফোন’ উদ্যোগকে আরও সফল করতে শুক্রবার সারা দেশের গ্রাহকদের জন্য নতুন অফার উদ্বোধন
করা হয়েছে।
নতুন অফারে
এয়ারটেল গ্রাহকদের জন্য বিনা মূল্যে ৩০ জিবি ডাটা দেয়া হচ্ছে। তবে ফ্রি ডাটা পাওয়ার জন্য গ্রাহককে নিজের ফোনটাকে ফোরজিতে
বদলে ফেলতে হবে। প্রিপেইড এবং পোস্ট-পেইড
এয়ারটেলের গ্রাহকরাই বিনা মূল্যে ৩০ জিবি ডাটা পেতে পারেন। ফ্রি ডাটা এয়ারটেলের প্রিপেইড গ্রাহকরা প্রতিদিন ১ জিবি
হিসেবে ৩০ দিন পাবেন। পোস্ট-পেইড গ্রাহকদের ডাটা ব্যালেন্সে নিজে থেকেই এই ৩০ জিবি ডাটা যোগ হয়ে
যাবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তথ্য ও প্রযুক্তি
0 facebook: