![]() |
তিনি শনিবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সংসদের স্পিকারের পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপি, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহা. মামুনুর রশিদ মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া মরহুমের জানাজায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফখরুল ইমাম এমপি, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন। এর আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: