![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রোববার বেলা সোয়া ২টায় তিনি টঙ্গীর রেলস্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে রোববার দুপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৫ বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন (বিকেল তিনটা পর্যন্ত পাওয়া খবর) নিহত হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি বলেন, হতাহতের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।
কী কারণে এ দুর্ঘটনা ঘটলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
নিহতের সংখ্যা জানতে চাইলে মন্ত্রী বলেন, কেউ বলছে ৪ জন, কেউ বলছে ৭ জন। নিহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: