18 April 2018

বিয়ের অনুষ্ঠানে শিশুকে ধর্ষণ-হত্যা


আন্তর্জাতিক ডেস্কঃ  মা-বাবার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আট বছরের একটি শিশুকিন্তু কপালের ফেরে ওই বিয়ের অনুষ্ঠান চলাকালে ধর্ষণের শিকার হতে হয় তাকেঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে

স্থানীয় সময় সোমবার দুপুর দেড়টার দিকে রাজ্যের ইতাহ জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেপরে সোনু নামের ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশসংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অভিযুক্ত সনু গ্রামের একটি বিয়ের প্যান্ডেলে কাজ করতোঘটনার সময় ওই শিশুর মা-বাবা বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলোতখন সুযোগ বুঝে সনু ওই শিশুকে একটি আধাপাকা বাড়িতে নিয়ে ধর্ষণ করেপরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়

এদিকে অনেকক্ষণ ধরে ওই শিশুকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের লোকজনপরে তার মৃতদেহের পাশে ওই তরুণকে মাতাল অবস্থায় পাওয়া যায়নিহত ওই শিশুর বাবা বলেছেন, অনুষ্ঠান চলার সময়ে সুযোগ কাজে লাগিয়েছে সোনুসে তার মেয়েকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে। 

এ বিষয়ে পুলিশের কর্মকর্তা অভিলেখ চৌরাশিয়া বলেন, ওই শিশুটির বয়স আনুমানিক আট-নয় বছরতাকে ধর্ষণের পর হত্যা করা হয়অভিযুক্তকে মৃতদেহ পাশেই পাওয়া যায়পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: