21 April 2018

ইসরায়েলের গুলিতে আরও ৪ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশটির গাজা উপত্যকায় চলছে বিক্ষোভচার সপ্তাহে গড়ানো এই বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে আরও চার ফিলিস্তিনিএ ছাড়া নতুন করে আহত হয়েছে কমপক্ষে ৭২৯ জন

স্থানীয় সময় শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার বিক্ষোভে অংশ নিয়ে গাজার ইসরায়েল সীমান্তে জমায়েত হয় দশ হাজারের বেশি ফিলিস্তিনিতাদের ওপর ইসরায়েলি সেনারা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে

গুলিতে নিহত ফিলিস্তিনিরা হলেনমুহাম্মদ ইব্রাহিম আইয়ুব (১৫), আহমেদ রাশেদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) ও সাদ আবদুল মাজিদ আবদুল-আল আবু তাহা (২৯)

শুক্রবারের এই ঘটনার মধ্য দিয়ে বিক্ষোভে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনেএ ছাড়া চার হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনের অনেক অংশ দখল করে নেয় ইসরায়েলফলে সেখানে আটকা পড়ে অনেক ফিলিস্তিনিএর পর থেকেই তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরাগত মাসে নতুন করে বিক্ষোভটি শুরু হয়১৫ মে পর্যন্ত চলবে এ বিক্ষোভ


শেয়ার করুন

0 facebook: