23 April 2018

স্মার্টফোনের নেশা থেকে মুক্তি পেতে করণীয়


স্বদেশবার্তা ডেস্কঃ প্রযুক্তির উৎকর্ষতায় এখন মানুষের হাতে হাতে স্মার্টফোনস্মার্টফোন ছাড়া এখন অধিকাংশই চোখে অন্ধকার দেখেনখুব কম সময়ে দূর-দুরান্তের খবর হাতের মুঠোয় এনে দেয় এই স্মার্টফোনরাস্তা হারিয়ে ফেললে স্মার্টফোনই চিনিয়ে নিয়ে যায় গন্তব্যস্থলএ রকমই অনেক সুবিধা মানুষকে এনে দেয় স্মার্টফোনকিন্তু শুধুই কি সুবিধা? স্মার্টফোনের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে অনেকেই স্মার্টফোনে আসক্তনেশাগ্রস্ত হয়ে অন্যান্য কাজ ভুল করছে মানুষকিন্তু সব সমস্যারই সমাধান রয়েছেতাই জেনে নিন স্মার্টফোনের নেশা থেকে মুক্তি পেতে কী করতে হবে?

১. অফিসে কাজ করার সময়ে ইন্টারনেট ব্যবহার করতেই হয়তাই কাজ হয়ে গেলে চেষ্টা করুন ফোনের অ্যাপগুলোর নোটিফিকেশন অফ করে রাখতে

২. এরকম অনেক অ্যাপ রয়েছে, যেগুলোর দ্বারা আপনি সীমিত পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেনআপনার ফোনের পরিসেবায় যতই ডেটা থাকুক না কেন, এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডেটাই আপনি ব্যবহার করতে পারবেনদিনে কতটা ডেটা ব্যবহার করবেন, তা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন

৩. যত ভালই অফার কোনো টেলিকম কোম্পানি দিক, সেই অফারগুলো নেবেন নাকম ডেটা রিচার্জ করুনএতে ডেটা শেষ হয়ে গেলে আপনি আর স্মার্টফোন নিয়ে বসে থাকবেন না

৪. যে মুহূর্তে বুঝবেন যে, আপনি স্মার্টফোনের প্রতি আসক্ত, সেই মুহূর্তেই যে অ্যাপগুলো সব থেকে বেশি ব্যবহার করেন, সেগুলো ফোন থেকে আনইনস্টল করে দিন

৫. ঘুমাতে যাওয়ার আগে ফোন দূরে রেখে ঘুমাতে যানকোনো ঘড়িতে অ্যালার্ম দিন

৬. বাড়িতে নো-ফোন এরিয়াতৈরি করুনপরিবারের সঙ্গে সময় কাটানোর সময়ে, বা খাবার খাওয়ার সময়ে ফোন হাতের কাছ থেকে দূরে রাখুন

৭. সব কথা চ্যাটে না বলে, ফোন করে কথা বলুনএতে কম সময়ে তাড়াতাড়ি কাজ হবে

৮. সোশ্যাল মিডিয়াতে কম পোস্ট করুনএতে সোশ্যাল মিডিয়াতে আপনার আ্যক্টিভিটি কম হবেফলে নোটিফিকেশনও কম আসবে


৯. হাতে ঘড়ি পরার অভ্যাস করুনএতে বার বার ফোন চেক করার প্রবণতা কমবে


শেয়ার করুন

1 comment:

  1. Exciting world class learning apps in bd like never before..
    visit us to the link
    https://exampreparation.study

    ReplyDelete