24 April 2018

যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করব না : ইরান


আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে নাসোমবার তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে বক্তব্য দেয়ার সময় বাকেরি এ কথা বলেন

মেজর জেনারেল বাকেরি আরো বলেছেন, ইরান নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করে প্রতিবেশী দেশগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেদুই মেরুকেন্দ্রিক ব্যবস্থার অবসান হয়েছে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে নতুন নতুন শক্তির উত্থান ঘটছেকিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন ও শক্তির ভাষা ব্যবহারের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, যুক্তরাষ্ট্র দায়েশের (আইএস) সহযোগিতায় পশ্চিম এশিয়ার একটা বড় অংশে সঙ্কট সৃষ্টি করেছেএর ফলে বহু মানুষ নিহত ও বাস্তুহারা হয়েছে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে নাসিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে আবারও এই বাস্তবতা সামনে স্পষ্ট হয়েছেইসরাইল বিনা বাধায় নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারসমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছেতাতে যুক্তরাষ্ট্র কোনো দোষ দেখছে নাকিন্তু সেই যুক্তরাষ্ট্রই অন্য দেশগুলোকে বৈধ ও প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
রয়টার্স
ইরানের সঙ্গে ছয় পশ্চিমা রাষ্ট্রের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি সংশোধন না হলে তা থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছে ইরানযুক্তরাষ্ট্রকে এ জন্য প্রত্যাশিত ও অপ্রত্যাশিতদুই ভাবেই জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে দেশটি

আগামী ১২ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি আবার অনুমোদন না করলে চুক্তিটি বাতিল হয়ে যাবেওয়াশিংটনের সম্ভাব্য যেকোনো পদক্ষেপ মোকাবেলায় বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে রেখেছে দেশটি


শেয়ার করুন

0 facebook: