স্বদেশবার্তা ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, লন্ডনে
অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যদি এই মুহূর্তে
বাংলাদেশের নাগরিকত্ব না-ও থেকে থাকে, তাহলেও তাঁকে দেশে ফিরিয়ে আনা যাবে।
বৃহস্পতিবার ‘জাতীয়
আইনগত সহায়তা দিবস’ উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল
হক বলেন, তিনি যতটুকু জেনেছেন, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের জন্য
তার পাসপোর্ট জমা দিয়েছেন। তারেক রহমান বাংলাদেশ ভূখণ্ডে অপরাধ করেছেন। অপরাধ
সংঘটনের সময় তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন।
তবে ভবিষ্যতে
তারেক রহমান যদি বাংলাদেশের নাগরিক হতে চান, তাহলে তিনি তা
পারবেন বলে মনে করেন মন্ত্রী। যুক্তরাজ্যের
সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময়ের বিষয়ে আনিসুল হক বলেন, যুক্তরাজ্যের
সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই। তবে এই চুক্তি করতে কোনো বাধা নেই। চুক্তি
করার জন্য আলোচনা চলছে।
0 facebook: