26 April 2018

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন হবে না


স্বদেশবার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, কোনো স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা হবে নাতবে নির্বাচনে নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রেস বিফ্রিং এ কথা বলেন তিনিগাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে এই বৈঠক হয়

প্রসঙ্গত, এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট অবাধ ও সুষ্ঠু করতেইভিএম বাতিল ও সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলেছে বিএনপিতবে সরকারের পক্ষ থেকে বার বার সেনা মোতায়েনের বিপক্ষে মত আসছে

সচিব বলেন, এ নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান সুযোগ থাকবেআমরা আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবেবৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন

তিনি বলেন, নির্বাচন নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় গুজব ছড়ানো হয়এই দুই সিটি নির্বাচনে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছেএ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে ইসিগণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও নির্বাচনের সময় দায়িত্বপালন সম্পর্কে বৈঠক করা হবে বলেও জানান তিনি

বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, সংসদ নির্বাচন অতি সন্নিকটেসেই সঙ্গে ঢাকার পাশে সব থেকে বড় গাজীপুর ও খুলনায়ও নির্বাচন হবেতাই নির্বাচনগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে সিইসি বলেন, বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছেএই নির্বাচনও সফল হবে বলে আশা করছিআপনাদের পরামর্শও প্রত্যাশা করছিসিইসির সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন


উল্লেখ্য, আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট অনুষ্ঠিত হবে৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জনআর ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা চার লাখ ৯৩ হাজার ৪৫৪ জন


শেয়ার করুন

0 facebook: