29 April 2018

পুলিশের কাজে বাধা, যুবদলের চার নেতা রিমান্ডে


স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলায় রাজধানীর দক্ষিণখান থানা যুবদলের সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেনসহ চার নেতাকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ যুবদলের চার নেতাকে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেনসে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে প্রত্যেককে একদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক

আনিসুর রহমান জানান, অপর আসামিরা হলেন দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সদস্য মো. মুক্তার ও ইসমাইল হোসেন ওরফে মোবারক


নথি থেকে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রামপুরা থানাধীন ডিআইটি রোডে মালিবাগ সুপার মার্কেটের সামনে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৮ এপ্রিল তাঁদের আটক করে পুলিশএরপর রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন


শেয়ার করুন

0 facebook: