![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী ডিসেম্বর
ও জানুয়ারির মধ্যে দেশের গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস
চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বিশ্বাস করেন, ওই সময়ের মধ্যে বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন।
আজ সোমবার
দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে’ এক প্রতিবাদ সভায় এ কথা বলেন শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান
দুদু বলেন, ‘আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই দেশে গণতন্ত্র
প্রতিষ্ঠিত হবে। ফলে বিএনপি এবং ২০ দলীয় জোট
ক্ষমতায় যাবে এবং খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এভাবেই দেশের সকল সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস
করি।’
দুদু আরও বলেন,
‘শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে তার দুটি মেয়ে
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যখন ভারতে আশ্রয় নিয়েছিল,
তখন কেউ বিশ্বাস করতে পারেননি শেখ হাসিনা একদিন এই দেশে
ফিরে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তেমনিভাবে এখনো অনেকেই বিশ্বাস করতে পারছেন না, খালেদা জিয়া কারাগার থেকে বের হয়ে আসবেন, তার ছেলে তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং এক সময়
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন।’ একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিরোধী দল বিনাশ করার যে চক্রান্ত সরকার করছে, এটাকে আমরা রাজনীতি বলব না, বলব অপরাজনীতি। নেতাকর্মীদের প্রতি অনুরোধ
থাকবে, জনগণকে সুসংগঠিত করুন। অধিক সংখ্যায় জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করুন, যাতে করে আমরা প্রয়োজনে গণঅভ্যূত্থান ঘটাতে পারি।’
গণতান্ত্রিক
ফোরাম নামের একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ বি এম মোশাররফ
হোসেন ও আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ।
0 facebook: