07 April 2018

আমরা বাংলাদেশের সংবিধান মানি নাঃ অ্যাডভোকেট রানা দাশগুপ্ত



স্বদেশবার্তা ডেস্কঃ শুক্রবার রাতে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, একদিকে ধর্ম নিরপেক্ষতা আরেকদিকে রাষ্ট্রধর্ম ইসলামসংবিধানের এই হিপোক্রেটিক রূপ রেখে এ দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে প্রচার করা হাস্যকর এবং প্রতারণার শামিলআমরা এই সংবিধান মানি নাআমরা বাহাত্তরের সংবিধান পুর্নবহাল চাইআমরা বঙ্গববন্ধুর বাংলাদেশে কখন ফিরতে পারব জানি নাতবে আমরা সংখ্যালঘুরা বঙ্গবন্ধুবিহীন এই বাংলাদেশে অস্তিত্বের সংকটে আছি

নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি জানিয়ে তিনি বলেন, এই দাবি নিয়ে আমরা রাজনৈতিক দল এবং জোটের কাছে যাবযারা এসব দাবি তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করবে না, আমরা সেই দল ও জোটকে বর্জন করবযেসব দল সংখ্যালঘু নির্যাতনকারীকে মনোনয়ন দেবে, সকল সংখ্যালঘুরা একযোগে সেই প্রার্থী এবং তার দলকে বর্জন করবেন

সমাবেশে জনসংহতি সমিতির একাংশের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, শুধু মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললে হবে নাঅসাম্প্রদায়িক রাষ্ট্রই যদি হবে তাহলে মন্দিরে মূর্তি ভাঙে কেন ? গ্রামে সংখ্যালঘুর বাড়িতে আগুন জ্বলে কেন? দেশে থাকলে ভোট, দেশ ছেড়ে গেলে ভিটা-এই নীতি নিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা যায় না

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম রাজনীতিক পংকজ ভট্টাচার্য, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হক, পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড.জীনবোধি ভিক্ষু, নির্মল রোজারিওসহ আরো অনেকে


শেয়ার করুন

5 comments:

  1. Dear Advocate Rana,
    Don't discuss/suggest about Bangladesh inside political issue, instead, you should have to discuss more about inside political issue of India. Just example like Kashmir, Nagaland or other states in India. If you like to keeping discuss like only Hindusim or other religious, soon, India will be broken. Talk more discuss about democracy, freedom of politics, no difference between any religion, cast etc. Do you think India is democratic country? I must say "NO".India is a country only for Hindusim and only for high profile cast. India has no any respect for other religion. Lot of things that you should have learn from Bangladesh ????????

    ReplyDelete
  2. রানা দাসের ডিম থেড়াপি লাগবে

    ReplyDelete
  3. Anonymous19/8/20 00:07

    আবার নির্বাচন। ওটা কি জিনিস?

    ReplyDelete
  4. I THINK YOU SHOULD GO TO AS YOUR WISH

    ReplyDelete
  5. সত্যি কথা ❤️

    ReplyDelete