03 May 2018

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্তঃ নিহত ৯


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারাসাভান্নাহ উপকূলীয় শহরের একটি স্থানীয় বিমানবন্দরের কাছে হাইওয়ের পাশে সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়খবর বিবিসির

বিমানটি পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডেরবিমানের আরোহীরা একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধ্বংসাবশেষ এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের মুখপাত্র মাজ পল দেহলেন বলেন, আমরা নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছিএদের মধ্যে পাঁচজন বিমানের ক্রু এবং চারজন অতিরিক্ত যাত্রী

বিমান বিধ্বস্তের পর কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে, কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেনতিনি বলেন, দুর্ঘটনায় নিহত ন্যাশনাল গার্ডের নারী এবং পুরুষ সদস্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনায় দয়া করে আপনারাও আমার সাথে যোগ দিন

এদিকে, সিএনএন জানিয়েছে, বুধবারই উড়োজাহজটির শেষ উড্ডয়ন ছিলএরপর এটাকে সার্ভিস থেকে প্রত্যাহার করে নেয়ার কথা ছিলজর্জিয়ার সাভানা থেকে অ্যারিজনার টুসন শহরে যাচ্ছিল উড়োজাহাজটি

সামরিক বাহিনীর এক সদস্য জানান, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি অন্তত ৫০ বছরের পুরোনো এক প্রত্যক্ষদর্শী বলেন, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে উড়োজাহাজটি থেকে বিকট ও অদ্ভূত শব্দ শুনেছিলেন তিনিআরেকজন বলেন, মাটি কাঁপছিল যাতে মনে হচ্ছিল বোমা বিস্ফোরিত হয়েছে


শেয়ার করুন

0 facebook: