07 May 2018

এবারও পায়ে লিখে জিপিএ-৫ পেল আজিজুল


সিলেট প্রতিনিধিঃ এবারও পায়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সিলেটের আজিজুল হকএর আগে পায়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল সে আজিজুলের দুই হাত অচল হলেও পা দুটি সচলপড়ালেখায় আগ্রহ দেখে পরিবারের সদস্যরা তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন

পা দিয়ে লিখলেও তার লেখা অন্য শিক্ষার্থীদের হাতের লেখার চেয়ে সুন্দর সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ কুতুবজালাল উচ্চবিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে আজিজুলসহ জিপিএ-৫ পেয়েছে আরও তিনজন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল করিম বলেন, বিজ্ঞান বিভাগ থেকে আজিজুলসহ আরও তিনজন জিপিএ-৫ পেয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আজিজুলের ক্লাস রোল ১ ছিল বলেও জানান তিনি

আজিজুলের বাড়ি দক্ষিণ সুরমার খালেরমুখ গ্রামেতার মা-বাবা দুজনই শিক্ষকতিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়দুই হাত সরু হওয়ায় কোনো কাজ করতে পারে না সেতবে চলাফেরায় তার কোনো সমস্যা হয় না আজিজুলের বাবা ফজলুল হক জানান, পা দিয়ে দীর্ঘ সময় লিখতে গিয়ে প্রায়ই শারীরিক সমস্যায় পড়তে হয় তার ছেলেকেএ জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেনচিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপাচার করলে আজিজুলের হাত সচল হওয়ার সম্ভাবনা আছেকিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না


শেয়ার করুন

0 facebook: