08 May 2018

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১১


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ তালেবান সদস্য নিহত হয়েছেনবোমা তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত: বিস্ফোরণ ঘটলে এ প্রাণহানি ঘটেমঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানিয়েছেনখবর সিনহুয়ার

মুখপাত্র হারিফ নুরি সিনহুয়াকে বলেন, ‘সোমবার বিকেলে আফগানিস্তানের আন্দার জেলার গুজারা-ই-গিলান গ্রামে এ বিস্ফোরণ ঘটেউল্লেখ্য, তালেবান ও ইসলামিক স্টেটের সদস্যরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে রাস্তার পাশে বোমা পেতে রাখতে সাধারণত: হাতে তৈরি এ ধরনের বোমা ব্যবহার করে থাকে

এদিকে মঙ্গলবার সকালের দিকে জেলা পুলিশ প্রধান বশির আহমেদ সিনহুয়াকে বলেন, কান্দাহার প্রদেশের দক্ষিণের মেওয়ান্দ এলাকায় সোমবার এক বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এ প্রতিবেদনের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি


শেয়ার করুন

0 facebook: