10 May 2018

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন বিকালে


স্বদেশবার্তা ডেস্কঃ আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করবে বিএনপিআজ বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান বলেন, আর্থিক খাত নিয়ে এ সংবাদ সম্মেলন হবেএতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন

চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতের অভ্যন্তরীণ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে চায় বিএনপি

সম্প্রতি দলের নীতিনির্ধারক ফোরাম ও জ্যেষ্ঠ নেতাদের কয়েকটি বৈঠকে আলোচনা-পর্যালোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করে


শেয়ার করুন

0 facebook: