14 May 2018

মঙ্গলে-মিনি হেলিকপ্টার পাঠাচ্ছে নাসা (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা নিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসামহাকাশের লালগ্রহটিকে নিয়ে ব্যাপক অনুসন্ধান আরও জোরদার করতে আগামী ২০২০ সালের মধ্যে ড্রোনের মতো মানবহীন চপারের ক্ষুদ্র সংস্করণ সেখানে পাঠানোর পরিকল্পনা করছে নাসা

এই মিনি হেলিকপ্টারের নাম হবে দ্য মার্স হেলিকপ্টারএর ওজন চার পাউন্ডে অর্থাৎ ১.৮ কিলোগ্রামেরও কমএর মূল অংশটির আকার একটা সফট বলের মতো

মার্স ২০২০ রোভারের সঙ্গেই এই মিনি হেলিপক্টারটি জুড়ে দেওয়া হবেমার্স ২০২০ রোভার একটি চাকাযুক্ত রোবটএর লক্ষ্য মঙ্গলের পরিবেশের বসবাসযোগ্যতা এবং প্রাচীন প্রাণের অনুসন্ধানের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ খুঁজে দেখাসেই সঙ্গে ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলি সম্পর্কেও তথ্য সংগ্রহ


নাসার প্রশাসক ডিম ব্রিন্ডেনস্টাইন এক বিবৃতিতে বলেছেন, নাসার ইতিহাস গর্বের বিষয়মহাকাশ গবেষণায় এমন অনেক কিছু করেছে, যা আগে কখনও হয়নিমঙ্গলে এর আগে কোনও দেশই হেলিকপ্টার পাঠায়নিঅন্য একটি গ্রহের আকাশে হেলিকপ্টার ওড়ার ধারণাটি চমত্কার


শেয়ার করুন

0 facebook: