14 May 2018

সেতু ভেঙে জম্মু ও কাশ্মীরে ৬ পর্যটকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীরের নিলাম ভ্যালিতে বরফ গলা পানির একটি ধারার ওপরের একটি সেতু ভেঙে অন্তত ছয়জন ডুবে মারা গেছেনএ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন

রবিবার সেতুটি ভেঙে পড়ার পর থেকে যারা নিখোঁজ রয়েছেন, তারা সবাই পর্যটক এবং তাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন

নিলাম ভ্যালির পুলিশ সুপার মির্জা জাহিদ হুসেইন জানান, ওই সেতুটিতে ২০-২৫ জন পর্যটক ছিলেনএমন সময় হঠাৎ করেই সেতুটি ভেঙে পড়েএতে প্রবল স্রোতের টানে ভেসে যান অনেকেইএ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে

প্রত্যক্ষদর্শীদের মধ্যে থাকা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) স্থানীয় নেতা রাজা মুবাশ্বের ইজাজ জানান, সম্ভবত লোকজনের ভারে সেতুটি ভেঙে পড়েছে

ডনকে তিনি বলেন, শিক্ষার্থীরা পান্না সবুজ রঙের পানি দেখে উল্লসিত হয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, এ সময় সেতুটি ভেঙে পড়ে আর তারা ভেসে যান

শিক্ষার্থীদের মধ্যে চারজন ভেঙে পড়া সেতুটির কাঠের থাম ধরে ঝুলে থাকলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন, এর কিছুটা দূর থেকে আরও চারজনকে উদ্ধার করা হয়

এসপি হুসেইন জানান, কাঠের তৈরি ওই সেতুটিতে একসঙ্গে কতজন ওঠা যাবে সে বিষয়ে একটি নির্দেশনা বোর্ডে সতর্ক করা আছেএর পরও পর্যটকরা তা উপেক্ষা করে সেখানে ওঠেন


শেয়ার করুন

0 facebook: