17 May 2018

নাক ঘষানো হলো পুলিশের জুতায়


আন্তর্জাতিক ডেস্কঃ জুতায় নাক ঘষানোর অভিযোগে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছেসামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নেন রাজ্যের মেইনপুরি জেলার পুলিশ প্রধান (এসপি) অজয় সরকার রায়

এসপির বরাত দিয়ে দি টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কুরুড়া থানার একটি গ্রামের দুই বাসিন্দার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বাকবিতণ্ডার জের ধরেই এ ঘটনা ঘটেরবি যাদব নামের এক ব্যক্তি সুধীর কুমার নামের একজনকে একটি ডিজে অনুষ্ঠানের জন্য ডাকেনকিন্তু কোনো কারণে অনুষ্ঠান না হওয়ায় সুধীরক অর্থ দিতে নারাজ হন যাদবএর পর ক্ষুদ্ধ হয়ে যাদবকে মারধর করেন সুধীর।  পরে পুলিশে অভিযোগ করেন যাদব

পুলিশ সুপার আরও বলেন, অভিযোগ পাওয়ার পর কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে সুধীরের বাড়িতে যান কুরুড়া থানার কনস্টেবল বিজেন্দ্র সিংসুধীরকে থানায় যাওয়া জন্য বলেন তারাসে সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সুধীরএর পর তাকে আটক করে বিজেন্দ্র সিং জুতায় নাক ঘষাতে বাধ্য করেন

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, সে সময় পুরো ঘটনার ভিডিও ধারণ করেন ঘটনাস্থলে থাকা কেউএর পর সেটি ভাইরাল হয়পরে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ওই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।  


শেয়ার করুন

0 facebook: