20 May 2018

সৌদি থেকে ৬৬ নারী শ্রমিক দেশে ফিরেছেন

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব থেকে ৬৬ জন নারী শ্রমিক দেশে ফিরেছেনশনিবার (১৯ মে) দিনগত রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন

ফিরে আসা এসব নারী শ্রমিকদের নাম তালিকাভুক্ত করা হয়েছেপ্রবাস কল্যাণ ডেস্কের (এয়ারপোর্ট) ইনচার্জ মো. হেলাল তাদের নাম এন্ট্রি করার বিষয়টি নিশ্চিত করেছেন

সৌদি থেকে ফেরত আসা সালমা জানান, সেখানে (সৌদি আরব) নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হনআমার পাসপোর্ট রেখে দেয়া হয়েছেসেখান থেকে আমি পালিয়ে বাংলাদেশের দূতাবাসে আসিদূতাবাস আমাকে আউট পাস দিয়ে দেশে পাঠিয়েছেসেখানে একবছর কাজ করেছি কিন্তু বেতন পেয়েছি তিন মাসেরআমাকে গালাগালি করতো, খেতে দিত না ঠিক মতো

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ


শেয়ার করুন

0 facebook: