\ |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের সফরে আজ ভারতের পশ্চিমবঙ্গ যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী আগামীকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রীর আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর আপ্যায়নে মেনু থেকে বাদ পড়েছে গোশত। তার বদলে মধ্যাহ্নভোজের আয়োজনে স্থান পাচ্ছে মাছ-সবজি ও ফলমূল।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে,সেজন্য প্রস্তুতি তুঙ্গে। কোনো কমতি রাখতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঝুঁকি এড়াতেই মধ্যাহ্নভোজের এ মেনুতে মাংসের কোনো পদ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুধাংশু গুহ জানিয়েছেন,‘সম্প্রতি দেশে চলমান মাংস বিতর্কের পর আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ মেনুতে তা বাদ দিয়েছি। এর পরিবর্তে শেখ হাসিনার জন্য মেনুতে থাকবে ডাব চিংড়ি,ভেটকি পাতুড়ি,পাবদা। এ ছাড়া রমজান মাস চলা কারণে ফল ও পানীয়ের ব্যবস্থাও থাকছে। মেনু থেকে বাদ যাচ্ছে না বর্ধমানের মিহিদানা ও সীতাভোগও।’
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রদত্ত সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ করবেন শেখ হাসিনা। সেখান থেকে বিশেষ বিমানে কোলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর বিকেল ৩টা ৪০ মিনিটে নেতাজি জাদুঘর পরিদর্শন করবেন। পশ্চিমবঙ্গের সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শনিবার রাত ৯টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: