27 May 2018

১২’শ নারীর অশালীন ছবি যুবকের পেনড্রাইভে!


আন্তর্জাতিক ডেস্কঃ নিজের বাড়ির আঙ্গিনায় আপনি হয়ত কাজ করছেনপাঁচিল ঘেরা বাড়িঘরোয়া পোশাকেই আপনি রয়েছেনঘুণাক্ষরেও টের পেলেন না,আপনার সেই ঘরোয়া পোশাক পরা অবস্থায় সবার অলক্ষে কেউ আপনাকে লেন্স বন্দি করছেঅথবা কেউ নিজের বাথরুমেসেখানেও লুকোনো ক্যামেরায় আপনার ছবি তুলছে কেউতারপর সেই ছবি রেখে দিচ্ছে নিজের পেনড্রাইভে

শুধু আপনি ননআপনার আশেপাশের কয়েকশো বিভিন্ন বয়সের নারীর এরকম ছবি তুলে পেনড্রাইভে রাখত ৩০ বছরের কৃশানু বিশ্বাসকখনও কারও বাথরুমের ছবিকখনও বা নিছক রাস্তায় হেঁটে যাওয়ার ছবিএভাবে ১২শরে বেশি এরকম ছবি মিলেছে কৃশানুর কাছেদীর্ঘ অনেক বছর ধরে এই কাজ করলেও কেউ কোনও দিন বুঝতে পারেননিশেষ পর্যন্ত পেনড্রাইভ হারিয়ে ফেলায় ধরা পড়ে যান তিনি

কৃশানু একটি ভারতের কেন্দ্রীয় সরকারি দফতরে কাজ করেকয়েক দিন আগে তার অফিসেরই এক সহকর্মী একটি পেনড্রাইভ খুঁজে পানসেটা কার জানতে, সেই পেনড্রাইভ কম্পিউটারে লাগাতেই একটি ফোল্ডারের খোঁজ পাওয়া যায়সেই ফোল্ডার খুলতেই বেরিয়ে একের পর এক নারীর ছবিপ্রথমে তার সহকর্মীরা বিষয়টি বুঝতে না পারলেও অন্য এক নারী সহকর্মী রহস্যর পর্দা ফাঁস করেনতিনি ওই ছবির মধ্যে কয়েকজন পরিচিত নারীকে শনাক্ত করেন যারা কৃশানুর প্রতিবেশী

সেই নারী সহকর্মীর মাধ্যমেই খবর এবং সেই পেনড্রাইভ পৌঁছায় কৃশানুর প্রতিবেশী প্রীতম শূরের কাছে

প্রীতম বলেন, পেন ড্রাইভ খুলে আমরা রীতিমতো হতবাকএই পাড়া, পাশের পাড়ার হেন কোনও নারী নেই যার ছবি নেই এই পেন ড্রাইভেকেউ বাড়ির পোশাকে, কেউ বাথরুমেসেই অবস্থায় এই ছবি তোলা হয়েছেলুকিয়ে নিজের আত্মীয়দেরও প্রায় নগ্ন ছবি তুলেছে কৃশানু

গোটা বিষয়টি জানাজানি হতেই পর্ণশ্রী থানায় কৃশানুর বিরুদ্ধে অভিযোগ জানান এলাকার লোকজনঅবস্থা বেগতিক দেখে গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবকতাকে না পেয়ে তার বাড়িতে চড়াও হয় এলাকার মানুষযদিও অভিযুক্তের বাবা-মার দাবি তাদের ছেলে নির্দোষ

পুলিশ কৃশানুর খোঁজ চালানোর সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করেছে ওই পেনড্রাইভওশুধু মোবাইল ক্যামেরা না অন্য কোনও ক্যামেরা ব্যবহার করে সে ওই ছবি তুলেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত এই সব ছবি নিজের পেন ড্রাইভে রাখত,না এই ছবি বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ব্যবহার করত, সেটা জানা এখন বেশি প্রয়োজনআনন্দবাজার


শেয়ার করুন

0 facebook: