27 May 2018

লিবিয়ায় সেনা- সন্ত্রাসী যুদ্ধে নিহত ৬


আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় ডারনা নগরীতে শনিবার সামরিক বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ভয়াবহ যুদ্ধে দুই সেনা ও ৪ সন্ত্রাসী নিহত হয়েছেসামরিক বাহিনী এ সময় নগরীর নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছিলখবর সিনহুয়া

ডারনা সামরিক অপারেশন চেম্বার এর এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আমাদের বাহিনী ডরনার পূর্বাঞ্চলীয় আল-ফাতাহের দিকে এগিয়ে গেছেভোর থেকে শুরু করে রাতের শেষার্ধ পর্যন্ত ভয়াবহ যুদ্ধের পর আমাদের বাহিনী এখন ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার প্রায় কাছাকাছি রয়েছে

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের তব্রুক সামরিক এলাকার দুই সেনা এতে নিহত হয় এবং আমরা চার সন্ত্রাসীকে হত্যা করিলিবিয়ায় ইউএন সাপোর্ট মিশন এর সমন্বয়ক মারিয়া রিবেইরো ডারনায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে বৃহস্পতিবার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান

সেনাবাহিনী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা উপকূলবর্তী ডারনা নগরী নিয়ন্ত্রণে নেয়ার জন্যে এই সামরিক অভিযান শুরু করেহাসপাতাল ও সেনা সূত্রে জানা গেছে, যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩০ সেনা নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেসিনহুয়া


শেয়ার করুন

0 facebook: