আন্তর্জাতিক ডেস্কঃ চীনের এক তরুণী বাস চালিয়ে বরকে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছেন। দেশটির সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’ মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর।
ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি। তার কথায়, ‘মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহণের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক। খালিজ টাইমস।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: