31 May 2018

লিবিয়ায় স্থলবোমা বিস্ফোরণে ৮ জন নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় দার্না শহরে এক স্থলবোমা বিস্ফোরণে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেনবুধবার এই ঘটনা ঘটেএ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া

একজন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, শহরটিতে মে মাসের গোড়ার দিক থেকেই সেনা সদস্যরা সন্ত্রাসীদের সাথে লড়াই চালিয়ে আসছেশহরটি জঙ্গিরা নিয়ন্ত্রণ করেসরকারি বাহিনী জঙ্গিদের কাছ থেকে শহরটি পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে


বুধবার রাতে, দার্না নগরীতে সন্ত্রাসীদের পেতে রাখা স্থলবোমা বিস্ফোরণের ঘটনায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেনাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বেসামরিক লোকজন জ্বালানি ও খাদ্য সংগ্রহ করতে দার্নার আশেপাশের বিভিন্ন এলাকা ও শহরে যাওয়ার সময় এসব স্থলমাইনের বিস্ফোরণ ঘটে


শেয়ার করুন

0 facebook: