04 June 2018

সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে মঙ্গলবার


স্বদেশবার্তা ডেস্কঃ এ বছেরের শেষ ভাগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছেসে হিসেবে এবারের বাজেটই হবে বর্তমান সরকারের শেষ বাজেটসামনে নির্বাচনকে কেন্দ্র করে বাজেটের আকারও অনেক বৃদ্ধি পেয়েছেএবার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট আসতে পারেমঙ্গলবার (০৫ জুন) সকাল ১১ টায় শুরু হবে ২০১৮-১৯ অর্থ বছরের এ বাজেট অধিবেশন

এর আগে সকাল ১০ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ হবেরমজান হওয়ায় প্রতিদিন সকালেই বাজেট অধিবেশন শুরু হবে চলবে বিকেল ৩ টা পর্যন্ততবে ঈদের পর আগের মতোই বিকেলে অধিবেশন শুরু হবে

অধিবেশন শুরু হওয়ার দু'দিন পর বৃহস্পতিবার (০৭ জুন) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতদেশের ইতিহাসে ৪৭তম এবং বর্তমান সরকারের পঞ্চম বাজেট এটি

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত নিজের ১২তম বাজেট পেশ করবেনবিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও ১২টি বাজেট দিয়ে গেছেনমুহিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে

বাজেট পেশের পর প্রথা অনুসারে শুক্রবার (০৮ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রীএরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে পাস হবেআগামী ০১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর


শেয়ার করুন

0 facebook: