স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ইয়াবাসহ আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (৩ জুন) দিনগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা রাতে হাসপাতালের নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা আনসারদের রুমে অভিযান পরিচালনা করেন। পরে ইয়াবাসহ আসাদকে আটক করা হয়।
আনসার সদস্য আসাদের কাছে কত পিস ইয়াবা ছিলো তা জানাতে পারেনি এসআই বাচ্চু মিয়া।
সোমবার (৪ জুন) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, নয় পিস ইয়াবার ট্যাবলেটসহ আটক আনসার সদস্যকে থানায় হস্তান্তর করেছে র্যাব।
0 facebook: