06 June 2018

চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে ইসরাইলঃ নাসের আবু শরিফ



আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ শক্তিগুলো ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকায় ইসরাইল এখন চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরিফ।

নাসের আবু শরিফ। বর্তমানে ইরান সফর করছেন। ফিলিস্তিনিদের পক্ষে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

আবু শরিফ বলেন, দুঃখজনক কিন্তু সত্য যে, কোনো কোনো আরব নেতারা নিজেদের মুসলমান দাবি করেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং তাদের সহযোগিতা করে যাচ্ছে।

তেহরানে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত সম্মেলনে যোগ দিতে এসে আবু শরিফ আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনকে মুক্ত করার ব্যাপারে নিরাপত্তা পরিষদ কিংবা আরব লীগের কাছে কোনো কিছু আশা করা বৃথা, সংলাপেও কোনো লাভ নেই।

বর্তমান পরিস্থিতিতে একমাত্র প্রতিরোধই ইসরাইলের দখলদারত্ব বন্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

২০১৭ সালের ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমখ্যাত বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। ওই ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ১৪ মে ২০১৮ তে ফিলিস্তিনসহ বিশ্বের বহু দেশের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তর করে।


শেয়ার করুন

0 facebook: