06 June 2018

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য জোট গড়ছে ইসরাইল



আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ইরান। এ প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে সামরিক জোট গঠনের প্রস্তাব করেছে ইসরাইল।

ইরান যদি সামরিক পর্যায়ে অর্থাৎ বোমা তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে ওই সামরিক জোট ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ইসরাইলের প্রস্তাবিত জোটে ইসরাইল, আমেরিকা, পশ্চিমা কিছু দেশ এবং আরব মিত্ররা থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার ইসরাইলের গোয়েন্দামন্ত্রী কাৎজ গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় এ কথা জানান। তিনি দাবি করেন, ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে।

ইসরাইয়েল কাৎজ বলেন, যদি ইসলামি প্রজাতন্ত্র এখনই আত্মসমর্পণ না করে তাহলে বন্ধু দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করা যে, তাদের বিরুদ্ধে সামরিক জোট গঠন করা হবে। যদি ইরান বোমা বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পরিষ্কার ঘোষণা দেয়া দরকার।

এ জোটে অবশ্যই ইসরাইল ও আরব দেশগুলোকে থাকতে হবে বলে তিনি জোর দেন।


শেয়ার করুন

0 facebook: