16 June 2018

বাড্ডায় মসজিদ থেকে বের হওয়ার সময় আ'লীগ নেতাকে গুলি করে হত্যা



স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীতে উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে মসজিদের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে উত্তর বাড্ডার আলীর মোড়ে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা জোনের এসি আশরাফুল করিম সাংবাদিকদেরকে বলেন, জুমার নামাজ শেষে ফরহান আলী মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও বুকে গুলি লাগে।

বাড্ডা এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে গত এপ্রিল মাসে নিহত হয়েছিলেন আওয়ামী লীগের আরেক সমর্থক।


শেয়ার করুন

0 facebook: