16 June 2018

আজ ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে


স্বদেশবার্তা ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর আজপ্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকে ঢাকার বাইরে যাচ্ছেন আজও

রাজধানীর সায়দাবাদ, যাত্রবাড়ী, শনির আখড়া, মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এ চিত্র দেখা গেছে

শনির আখড়ার কাপড় বিক্রেতা মিকাইল জানান, গতকাল ভোর রাত পর্যন্ত শনির আখড়ায় তিনি কাপড় বিক্রি করেছেনতাই গতকাল বাড়িতে যাওয়ার সুযোগ হইনিআজ তাই ঈদের নামাজ পড়ে গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে যাচ্ছেন

ফারুক মিয়া নামের এক যাত্রী বলেন, ‘চাঁন রাতে দোকানদারী করার কারণে বাড়ি যেতে পারি নাইতাই আজ পরিবার নিয়ে রাঙ্গামাটি যাচ্ছি

ফাহাদ নামের এক ব্যাংক কর্মকর্তা জানান, তাঁর গ্রামের বাড়ি ফেনীগত বছর মা মারা গেছেনতাই আর আগে আগে গ্রামে যাওয়া হয়নি।  পরিবার নিয়ে ঢাকায় ঈদ করছেনতবে মায়ের কবর গ্রামে হওয়ায় তা জিয়ারত করার জন্য বাড়িতে যাচ্ছেনবিকালের মধ্যে আবার ঢাকায় ফেরত আসবেন বলে জানান তিনি

কুমিল্লাগামী এশিয়া লাইনের সুপারভাইজার মনির বলেন, ‘ঈদের দিনেও অনেক যাত্রী ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছেনআমরা যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছিরাস্তায় আজ কোনো যানজট নেই

রাজধানীর মিরপুর ১২ থেকে নারায়ণগঞ্জ পথে চলাচলকারী হিমাচল পরিবহনের এক চালক বলেন, ‘ঈদের দিনও কিছু বাড়তি আয়ের আশায় পরিবহন চালাইযাত্রীদের গন্তব্যে পৌঁছে দিলে নিজের কাছে শান্তি লাগেএ ছাড়া রাস্তা ফ্রি বলে এদিন অনেক যাত্রী গ্রামের বাড়িতে যাবেন


এদিকে আজ সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বাসগুলোর সামনে যাত্রীদের ভিড় বাড়ছেমুহূর্তের মধ্যে গাড়ি যাত্রীতে ভরে যাচ্ছে।   


শেয়ার করুন

0 facebook: