![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া একা একা হাঁটতে পারছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীকে তাঁর পছন্দমতো রাজধানীর ইউনাইটেড
হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আজ রোববার
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি
জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল
বলেন, ‘গতকাল ঈদের দিন আমরা দেখা করতে গিয়েছিলাম। কিন্তু সরকার সম্পূর্ণ
প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের জেলগেটে আটকিয়ে দেয়। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করেছেন। তাঁরা বলেছেন, খালেদা জিয়া নিজে হাঁটতে পারেন না। আগে দেখা করতে গেলে তিনি নিজে হেঁটে এসে দেখা করতে
পারতেন। কিন্তু তিনি এখন গুরুত্বর
অসুস্থ।’
চিকিৎসার
ব্যাপারে বিএনপির মহাসচিব বলেন, ‘ইউনাইটেড হাসাপাতালের প্রতি
খালেদা জিয়ার আস্থা রয়েছে। অন্য জায়গায় তাঁর আস্থা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসা নিবেন না। তাঁকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তাঁর সঙ্গে
রাজনৈতিকসুলভ আচরণ করা হচ্ছে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। তাঁর সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে।’
এ সময় এক
প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সম্পূর্ণ
মিথ্যা ও ভিত্তিহীন মামলায় রাজনৈতিক হীনউদ্দেশ্যে সরকার আমাদের নেত্রীকে কারাগারের
নির্জন প্রকোষ্ঠে বন্দি করে রেখেছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে।’
অপর এক
প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেছেন, খালেদা জিয়া
নিঃসঙ্গ অবস্থায় রয়েছে। তাঁকে ইঁদুর, বিড়াল আর তেলাপোকার সঙ্গে
বসবাস করতে হচ্ছে, এতে করে তিনি আগের চেয়ে অনেক
বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর কোমর ও প্রতিস্থাপন করা হাঁটুর ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি হাঁটতে পারেন না। আজকের মধ্যে তাঁর চিকিৎসার
জন্য দাবি জানাচ্ছি।’
এর আগে নিজ
খরচে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক
হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার প্রস্তাব করলে তিনি তাতে অনীহা প্রকাশ করেছেন
বলে জানিয়েছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আবারও
তত্ত্বাবাধয়কের দাবি
আসন্ন জাতীয়
নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু
নির্বাচনের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অবাধ ও
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে।
0 facebook: