17 June 2018

মেয়েকে কুপ্রস্তাব, স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!


স্বদেশবার্তা ডেস্কঃ স্বামী পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রীকে আটক করেছে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার পুলিশগতকাল শনিবার দিবাগত রাতে শ্রীনগর উপজেলায় এ ঘটনা ঘটেছে। 

আজ রোববার সকালে সোলায়মান মুন্সী (৪০) নামের ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শ্বশুরবাড়ি থেকে ঈদের তিন-চার দিন আগে বাবা-মায়ের কাছে আসেন ২০ বছরের ওই মেয়েরাতে তার বাবা সোলায়মান মুন্সী মেয়ের ঘরে প্রবেশ করে কুপ্রস্তাব দেনপরে বাবার কুপ্রস্তাবের বিষয়টি মাকে বলেন মেয়ে। 

ওসি আরও জানান, ঘটনাটি শুনে মেয়েকে পার্শ্ববর্তী তার চাচার বাড়িতে রেখে আসেন তার মাচাচার বাড়িতে মেয়েকে রেখে আসার কারণে তার মাকে মারধর করেন তার বাবাএকইসঙ্গে মেয়েকে চাচার বাড়ি থেকে নিয়ে আসার জন্য তার মাকে চাপ দেন বাবামেয়ের প্রতি স্বামীর এ ধরনের কুপ্রস্তাবে সহ্য করতে না পেরে গতকাল দিবাগত রাতে সেমাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ান ওই নারী। 

ওসি আলমগীর হোসেন জানান, ওই সেমাই খেয়ে কিছুক্ষণের মধ্যে সোলায়মান মুন্সী ঘুমিয়ে পড়লে তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে পুরুষাঙ্গটি কেটে আলাদা করেন তার স্ত্রীএ সময় সোলায়মানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেনপুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়আর সোলায়মানকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়


শেয়ার করুন

0 facebook: